দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বিপক্ষে অভিযোগ করে সংস্থাটার চক্ষুশূল হয়েছিলেন মেসি। তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। মেসিকে যেহেতু পাচ্ছেন না, এই সুযোগে নতুনদের বাজিয়ে দেখার সুযোগটা হাতছাড়া করলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
Estos son los futbolistas convocados para la #SelecciónMayor y #Sub23 que jugarán amistosos en el mes de septiembre en fecha FIFA 👇 pic.twitter.com/oI9tqXYwSP
— Selección Argentina 🇦🇷 (@Argentina) August 18, 2019
শুধু মেসিই নন, দলে জায়গা পাননি সার্জিও আগুয়েরোও। তবে আগুয়েরোকে শুধু বিশ্রাম দেওয়ার জন্যই দলে রাখা হয়নি, শোনা যাচ্ছে। দলে নেই পিএসজির উইঙ্গার অ্যানহেল ডি মারিয়াও।
চিলি ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়েছে সাত আনকোরা খেলোয়াড়ের, আর্জেন্টিনার জার্সি গায়ে যাঁদের এর আগে মাঠে নামতে দেখা যায়নি।
দলে নতুন নামগুলোর মধ্যে রয়েছেন লিওনার্দো বালের্দি, আডলফো গাইচ, লুকাস ওকাম্পোস, মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ডমিঙ্গুয়েজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার প্রমুখ। আগামী ৫ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এস্তেবান আনদ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), অগাস্টিন মারচেসিন (এফসি পোর্তো)
রক্ষণভাগ: নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজ্জালা (ফিওরেন্টিনা), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লিওনার্দো বালের্দি (বরুশিয়া ডর্টমুন্ড), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (রিভার প্লেট), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), নিকোলাস ফিগাল (ইন্দিপেন্দিয়েন্তে)
মিডফিল্ড: মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), গিদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), জিওভান্নি ল চেলসো (টটেনহাম হটস্পার), নিকোলাস ডমিঙ্গুয়েজ (ভেলেজ সার্সফেল্ড), রদ্রিগো দি পল (উদিনেসে), এজেকিয়েল প্যালাসিওস (রিভার প্লেট), মাতিয়াস জারাচো (রেসিং), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), লুকাস ওকাম্পোস (সেভিয়া), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (বোকা জুনিয়র্স)
আক্রমণভাগ: পাওলো দিবালা (জুভেন্টাস), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), আডলফো গাইচ (সান লরেঞ্জো)