বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে সেরা ফরোয়ার্ড হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। গত আসরে সর্বোচ্চ ১২ গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা।
🏅 Messi 👏👏👏 pic.twitter.com/BaVS5dcCi8
— #UCLdraw (@ChampionsLeague) August 29, 2019
সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর ভার্জিল ফন ডাইক। ডাচ এই ফুল-ব্যাক পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও সম্প্রতি আয়াক্স থেকে ইউভেন্তুসে যোগ দেওয়া মাটাইস ডি লিখটকে।
আর সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন লিভারপুলের আলিসন। ব্রাজিলিয়ান এই গোলরক্ষক পেছনে ফেলেন টটেনহ্যাম হটস্পারের উগো লরিস ও বার্সেলোনার মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে।
🥇 #UEFAawards winners! 🥇
Is there a 2020 #UCL winner here? 🤔 pic.twitter.com/S64K0Z8QdB
— #UCLdraw (@ChampionsLeague) August 29, 2019
২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকদের ভোটে করা হয় এই তালিকা। কোচদের নিজের দলের খেলোয়াড়দের ভোট দেওয়ার সুযোগ ছিল না।
চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে ২০১৬-১৭ মৌসুম থেকে চারটি পজিশনের প্রতিটির জন্য করা হয় তিন জনের সংক্ষিপ্ত তালিকা। চলতি মাসের শুরুতে ঘোষণা করা এবারের তালিকা।