কনমেবলের সমালোচনা করে তিন মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন লিওনেল মেসি। ফলে তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারবেন না তিনি আর্জেন্টিনার হয়ে। পাওলো দিবালার সামনে সুযোগ ছিল মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা দলে নিজের অপরিহার্যতা প্রমাণ করার।
🏆 Amistoso #SelecciónMayor
⏱ 35′ ST ⚽ @Argentina 🇦🇷 0 – #Chile 🇨🇱 0 pic.twitter.com/gysqg12MOO
— Selección Argentina 🇦🇷 (@Argentina) September 6, 2019
অন্তত প্রথম ম্যাচে সেটা করে দেখাতে পারলেন না জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড। চিলির বিপক্ষে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আজ গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় ব্যর্থ মিশন শেষে এই ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করল দল দুটি। জুলাইয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবশেষ মুখোমুখি দেখায় চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের শুরুটা হতে পারতো দারুণ। তবে ত্রয়োদশ মিনিটে পাওলো দিবালার দূরপাল্লার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
Chile-Argentina without Messi = 😴 pic.twitter.com/MxIIyFt4MI
— Goal (@goal) September 6, 2019
প্রথমার্ধ জুড়ে এরকম বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও জালের দেখা পায়নি দলটি। বিরতির ঠিক আগে জিওভানি লো সেলসোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভলিও পোস্ট ঘেঁষে চলে যায়।
৬০তম মিনিটে ম্যাচে প্রথম ও সেরা সুযোগটি পায় চিলি। তবে ডি-বক্সের মধ্যে থেকে মিডফিল্ডার সেসার পিনারেসের বাঁ পায়ের শট ক্রসবারে লাগে।