আজ বাংলাদেশ সময় সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করল পেরু।
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার ফলে পেরুকে সহজ প্রতিপক্ষ মনে করে একাদশে রাখা হয়নি নেইমার, দানি আলভেস, ভিনিসিয়ুস জুনিয়র, ফ্যাবিনহোর মতো তারকাদের। ফলে ব্রাজিল তার খেলার ছন্দ হারিয়ে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় ।
দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া ব্রাজিল বদলি খেলোয়াড় হিসেবে মাঠে তারকা ফরোয়ার্ড নেইমার ও আক্রমণকারী ভিনিসিউস, পাকুয়েতা এবং ব্রুনো হেনরিকের নামায় । কিন্তু তাতেও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিল তাদের খেলার ছন্দ খুঁজে পায়নি ।
৮৫তম মিনিটে ফ্রি কিক থেকে বল পেয়ে ২৩ বছর বয়সী পেরুর ডিফেন্ডার লুইস আব্রামের দারুন এক হেড ব্রাজিলের জাল খুঁজে পায়। এটি তার কোরিয়ারের প্রথম আন্তর্জার্তিক গোল ।
২০১৮ সালে রাশিয়ার বিশ্বকাপের পর ব্রাজিল ১৭ ম্যাচে অপরাজিত থেকে শেষ পর্যন্ত পেরুর কাছে পরাজিত হল ।