মেসি ও আগুয়েরো নেই, কিন্তু তারপরেও তরুণ স্ট্রাইকার লরাটো মার্টিনেজের একক নৈপুণ্যে মেক্সিকোকে বড় ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা ।
¿Quién más se siente así?😖#MéxicovsArgentina | #PasiónPorTuSelección pic.twitter.com/j7Lsnjj3MZ
— TUDN MEX (@TUDNMEX) September 11, 2019
২২ বছর বয়সী ইন্টার মিলানের স্ট্রাইকার মার্টিনেজের হ্যাটট্রিকে মঙ্গলবার সান এন্টোনিওতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। তিন গোল করেন মার্টিনেজ, অন্যটি লিনড্রো পারেডেস।
মিলানের স্ট্রাইকার মার্টিনেজ খেলার ১৭, ২২ ও ৩৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। এই নিয়ে ১৩টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৯টি গোল করেন। পিএসজি মিডফিল্ডার লিনড্রো পারেডেস ৩৩ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনার হয়ে অপর গোলটি করেন।
🏆 Amistoso #SelecciónMayor
⚽ @Argentina 🇦🇷 4 (Lautaro Martínez x3 y Leandro Paredes) – #México 🇲🇽 0
👉 ¡En marcha el segundo tiempo en Texas! pic.twitter.com/yoZrIdPTUK
— Selección Argentina 🇦🇷 (@Argentina) September 11, 2019
দ্বিতীয়ার্ধেও আরো গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা কোন গোল করতে না পেরে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে । কয়েকবার আক্রমণ চালিয়ে আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে পারেনি মেক্সিকানরা ।
আগের লড়াইয়ে চিলির সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর কোচ লিওনেল স্কালোনি এ ম্যাচের একাদশের আক্রমণভাগে পরিবর্তন আনেন । তার এই পরিবর্তনের পর আর্জেন্টিনা নতুন করে জ্বলে উঠে ।