তারকাখ্যাতি পাওয়ার আগেই বাবাকে হারান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো@Cristiano। প্রচুর মদ্যপান করতেন সিআর সেভেনের বাবা হোসে দিনিস আভেইরো। একপর্যায়ে যকৃতের জটিল রোগে মৃত্যু হয় তার। ফলে ছেলের সাফল্য দেখে যেতে পারেননি হোসে। সেই বাবার কথা মনে করে কাঁদলেন সিআর সেভেন।
‘He doesn’t see me receive awards.’
In an emotional interview, @Cristiano breaks down in tears over the loss of his late father and the fact that he never got to witness his son’s success.
Watch the full interview on @ITV on Tuesday at 9pm.@piersmorgan | #GMB pic.twitter.com/LybbJn31VR
— Good Morning Britain (@GMB) September 16, 2019
সম্প্রতি ব্রিটিশ চ্যানেল আইটিভির এক টকশোতে আসেন রোনাল্ডো। সেটি সঞ্চালনা করেন বিখ্যাত ব্রিটিশ টিভি সেলেব্রেটি পিয়ার্স মরগান @piersmorgan। সেই শো’তে উঠে আসে পর্তুগিজ তারকার জীবনের উত্থান-পতন। এক মুহূর্তে দেখানো হয় তার মৃত বাবার ভিডিও। সেটি দেখে কান্নায় ভেঙে পড়েন রোনাল্ডো।
সাক্ষাৎকারে কান্না ভেজা চোখে রোনালদো বলেন, ‘আমি কখনো এই ভিডিও দেখিনি। অবিশ্বাস্য।’ ভিডিওটা দেখার জন্য মানসিকভাবে প্রস্তুতও ছিলেন না। স্বভাবতই টক শোতে তা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় পিয়ার্স মরগানের সঞ্চালনায় রোনালদোর এ সাক্ষাৎকারটি ব্রিটেনের ফ্রি-টু-এয়ার চ্যানেলে সম্প্রচার হবে।