কাইলিয়ান এমবাপে নেই ইনজুরিতে, নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। দলের দুই সেরা খেলোয়াড়কে ছাড়াই রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ত জার্মেই। বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাবটি।
3⃣ for Paris! 🎆#UCL pic.twitter.com/IyrbeWURe0
— UEFA Champions League (@ChampionsLeague) September 18, 2019
পার্ক দে প্রিন্সেসে আক্রমণভাগের তিন খেলোয়াড়ের কাউকে পায়নি পিএসজি। নেইমার-এমবাপের সঙ্গে ছিলেন না এদিনসন কাভানি। এরপরও রিয়ালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৩-০ গোলে জিতেছে তারা আনহেল দি মারিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে। এই আর্জেন্টাইন করেছেন জোড়া গোল, অন্য গোলটি এসেছে থোমাস মুনিয়েরের কাছ থেকে।
ম্যাচের চতুর্দশ মিনিটে বাঁ দিক দিয়ে ওঠা গোছানো আক্রমণে গোল আদায় করে নেয় ফরাসি ক্লাবটি। হুয়ান বের্নাতের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে বল লক্ষ্যে পাঠান অরক্ষিত দি মারিয়া।
Di Maria comes back to haunt Zidane and Real Madrid 👻
By @Mark_Doyle11https://t.co/doxHI3UAte
— Goal News (@GoalNews) September 18, 2019
৩৩ মিনিটে এই উইঙ্গারের গোলেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে মুনিয়ের জাল খুঁজে পেলে বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
২০১৭-১৮ মৌসুমে প্রতিযোগিতাটির হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে শেষ ষোলোয় পিএসজিকে দুই লেগেই হারিয়েছিল রিয়াল। এবার হলো তিক্ত অভিজ্ঞতা।