সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে আগামী মাসে হতে যাওয়া দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ তিতে।
Amanhã é dia de convocação!! Além da lista de Tite, conheceremos também a convocação da #SeleçãoOlímpica e da #SeleçãoSub17.
Maratona de Seleção Brasileira logo pela manhã, hein? Fique ligado!
Foto: @lucasfigfoto / CBF#JogaBola #GigantesPorNatureza pic.twitter.com/D4S2df3LaN
— CBF Futebol (@CBF_Futebol) September 19, 2019
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক সান্তোস, ডিফেন্ডার রেনান লোদি ও মিডফিল্ডার মাতেউস হেনরিক।
সিঙ্গাপুরে আগামী ১০ অক্টোবর সেনেগাল ও ১৩ অক্টোবর নাইজেরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: ওয়েভারতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি), সান্তোস (আথলেতিকো-পিআর)
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), দানি আলভেস (সাও পাওলো), দানিলো (ইউভেন্তুস), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কিনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (পিএসজি), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্লামিঙ্গো)
মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফিলিপে কৌতিনিয়ো (বায়ার্ন মিউনিখ), লুকাস পাকুয়েতা (এসি মিলান), মাতেউস হেনরিক (গ্রেমিও)
ফরোয়ার্ড: এভেরতন (গ্রেমিও), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামিঙ্গো), রিশার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি)