অক্টোবরে জার্মানি এবং ইকুয়েডরের বিপক্ষে অনুষ্ঠিতব্য দু’টি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা তাদের দল ঘোষণা করেছে, তবে দু’টি প্রীতি ম্যাচের জন্য ডাক পেয়েছেন পাওলো দিবালা।
আরো পড়ুন:
- ২০১৯ সালে বাংলাদেশের পুরো ক্রিকেট সূচি: কখন, কোথায়, কোন খেলা হবে
- আর্জেন্টিনা ম্যাচের সময় সূচি – কবে, কোথায় কোন ম্যাচ হবে
- Brazil Match Fixtures, When, Where, How to watch – কবে, কোথায় ব্রাজিল ম্যাচ হবে
দলে নেই সের্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়াইন, সের্জিও রোমেরো এবং তিন মাসের নিষেধাজ্ঞায় থাকায় স্বাভাবিকভাবেই দলে নেই লিওনেল মেসি।
স্কালোনির বিবেচনায় এই দলে প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন আর্সেনাল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে জার্মানির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর। আর এর ঠিক ৪ দিন পর ইকুয়েডরের মুখোমুখি আর্জেন্টিনা।
স্কোয়াড :
গোলরক্ষক : অগাস্টিন মারচেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার : হুয়ান ফয়েত, রেনজো সারাভিয়া, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজেলা, মার্কোস রোহো, ওয়াল্টার কানেমান, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বেলার্দি।
মিডফিল্ডার : গুডিও রড্রিগুয়েজ, মাটিয়াস জারাচো, লিওনার্দো পারেডেস, নিকোলাস ডোমিনগুয়েজ, রডরিগো ডি পল, মার্কোস আকুনা, রবার্তো পেরেইরা, এ্যাঙ্গেল কোরিয়া, লুকাস ওকামপোস, এরিক লামেলা।
ফরোয়ার্ড : মাটিয়াস ভারগাস, নিকোলাস গঞ্জালেস, লুকাস আলারিও, লটারো মার্টিনেজ, পাওলো ডিবালা।