মৌসুমের শুরু থেকে চোটে ভুগছেন লিওনেল মেসি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও ঊরুর সমস্যায় আবারও ছিটকে যেতে হয় বার্সেলোনা অধিনায়ককে। সেই চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়েই মেসির মাঠে ফেরার প্রত্যাশা। ইন্টার মিলানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে দলের অনুশীলনে ফিরেছেন তিনি।
📍 Ciutat Esportiva
⚽ Leo #Messi y @Dembouz train for part of the session with the group 💪👏
🔵🔴 #ForçaBarça pic.twitter.com/2MD1bITXnX
— FC Barcelona (@FCBarcelona) September 30, 2019
সোমবার মেসির সঙ্গে অনুশীলন করেছেন উসমান দেম্বেলেও। হ্যামস্ট্রিং সমস্যায় গেতাফের বিপক্ষে সপ্তাহান্তের ম্যাচের ঠিক আগমুহূর্তে ছিটকে গিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। বুধবার ন্যু ক্যাম্পে ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ফরোয়ার্ডের দুই তারকার অনুশীলনে ফেরা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ইন্টারের বিপক্ষে ম্যাচটিতে ৩২ বছর বয়সী এই ফুটবলারের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্য রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নেওয়া হবে না বলেও আগেই জানিয়েছিলেন কোচ।
#BarçaInter ⌚️@ChampionsLeague
WEDNESDAY
🇺🇸🇨🇦 12pm PT / 3pm ET
🇲🇽🇯🇲 2pm
🇬🇭 7pm
🇬🇧🇮🇪 8pm
🇫🇷🇮🇹🇩🇪9pm
🇳🇬🇪🇬 9pm
🇿🇦 10pm
THURSDAY
🇵🇰 12am
🇮🇳 12:30am
🇧🇩 1am
🇹🇭 2am
🇨🇳🇵🇭🇸🇬 3am
🇯🇵 4am
🇦🇺 5am
🇳🇿 6amFULL TV GUIDE 👉https://t.co/Ye5l4KNQfV pic.twitter.com/SOhjBYRWbc
— FC Barcelona (@FCBarcelona) September 30, 2019
এর আগে গত ৫ অগাস্ট নতুন মৌসুমে প্রথম অনুশীলনেই পায়ে চোট পেয়ে এক মাসের বেশি সময় বাইরে ছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ও গ্রানাদার মাঠে লিগ ম্যাচে বদলি হিসেবে খেলার পর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেই প্রথম শুরুর একাদশে নেমেছিলেন তিনি। প্রথমার্ধে চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।