মাঝেমধ্যেই ছন্দ হারানো বার্সেলোনা যেন ফিরল স্বরূপে। আসরে প্রথমবারের মতো ঘরের মাঠে অক্ষত রাখতে পারল জাল। জ্বলে উঠলেন ফরোয়ার্ড ও মিডফিল্ডাররা। কাম্প নউয়ে সেভিয়াকে উড়িয়ে লিগে দুই নম্বরে উঠে এসেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।
Suarez and Messi on target as @FCBarcelona move up to second in #LaLigaSantander! 💙❤️#BarçaSevillaFC 4-0 pic.twitter.com/79uOtdRGsC
— LaLiga (@LaLigaEN) October 6, 2019
লা লিগার ম্যাচে রোববার রাতে ৪-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। দুর্দান্ত গোলে লুইস সুয়ারেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান আর্তুরো ভিদাল। জালের দেখা পান উসমান দেম্বেলেও। জাদুকরী এক ফ্রি কিকে আসরে প্রথমবারের মতো ঠিকানা খুঁজে পান লিওনেল মেসি।
শুরুর দিকে বার্সেলোনার নড়বড়ে রক্ষণের সুযোগ নেয় সেভিয়া। তবে বারবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সেভিয়ার ডাচ ফরোয়ার্ড লুক ডি ইয়ং। একাদশ মিনিটে লুক ডি ইয়ংয়ের শট থেকে নিজেদের রক্ষা করেন টের স্টেগেন।
এদিকে ২৭ মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে সেভিয়াকে পেয়ে বসে বার্সেলোনা। মিনিট চারেক পর অতিথিদের বুকে ফের চুরি চালায় স্প্যানিশ জায়ান্টরা।
MATCH REPORT! https://t.co/5965MONF44
— FC Barcelona (@FCBarcelona) October 6, 2019
চোট সমস্যায় মৌসুমের শুরুতে খুব বেশি খেলা হয়নি মেসির। তারপরও চলতি আসরে তার গোল না পাওয়াটা একটু অস্বাভাবিকই ছিল। ৭৮তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে খরা কাটালেন আর্জেন্টাইন তারকা। প্রথমবারের মতো বল পাঠালেন জালে।
এই জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে গেছে বার্সেলোনা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে গোলশূন্য ড্র করা আতলেতিকো মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।