লুক্সেমবার্গের বিরুদ্ধে পতুর্গালের অনায়াস জয়ের রাতে রোনাল্ডোর করে ফেললেন পেশাদার কেরিয়ারের ৬৯৯ নম্বর গোলটি। চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ঝুলিতে রয়েছে ৬৭২টি গোল।
Career goal 6️⃣9️⃣9️⃣ for @Cristiano.
Straight 🔥
(via @selecaoportugal) pic.twitter.com/UPUG8fejPo
— FOX Soccer (@FOXSoccer) October 12, 2019
লিসবনে ইউরো কোয়ালিফায়ার্সে পর্তুগাল ৩-০ হারাল লুক্সমেবার্গকে। গোল করলেন রোনাল্ডো। দেশের হয়ে যা তাঁর ৯৪ নম্বর। ফুটবল জীবনের ৬৯৯ নম্বর।
পতুর্গালের অন্য দুই গোলদাতা বের্নার্দো সিলভা ও গনসালো গুয়েদেস। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনাল্ডো রয়েছেন ছ’নম্বরে।
আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় ফুটবলারদের মধ্য়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন জুভেন্তাসের মহাতারকা।
On the brink. 6️⃣9️⃣9️⃣@Cristiano is now a goal away from becoming the sixth player ever to reach the 700 mark. pic.twitter.com/7cPuqYNmsO
— SOCCER.COM (@soccerdotcom) October 11, 2019
রোনাল্ডো আর ১৫টি গোল করতে পারলেই কোনও দেশের হয়ে সব চেয়ে বেশি গোল করার নজির গড়বেন। এখন এই রেকর্ড রয়েছে ইরানের স্ট্রাইকার আলি দাইয়ের। তাঁর গোল ১০৯টি।