ইউরো বাছাইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ৭০০তম গোলের দিনে পরাজয়ের স্বাদ নিয়েছে পর্তুগাল। ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আর এই জয় দিয়ে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে ইউক্রেনের।
Cristiano Ronaldo’s numbers are just 🤯 pic.twitter.com/zXtSfhElME
— Goal (@goal) October 14, 2019
ইউক্রেনের উৎসবের রাতে ফিকে হয়ে গেছে রোনালদোর দারুণ অসাধারণ এক কীর্তি গড়ার আনন্দ। ব্যবধান কমানো গোলটি দিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করার অনবদ্য কীর্তি গড়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
আরইসি স্পোর্ট সকার স্ট্যাটিস্টিক্স ফাউন্ডেশনের তথ্য অনুসারে, ক্যারিয়ারে ৭০০ বা তার চেয়ে বেশি অফিসিয়াল গোল করার কৃতিত্ব দেখিয়েছেন রোনালদোসহ মোট ছয়জন। তবে আগের পাঁচজনই গেল শতাব্দীতে মাইলফলক গড়েছিলেন। অর্থাৎ একবিংশ শতাব্দীর প্রথম খেলোয়াড় হিসেবে ৭০০ গোল ছুঁয়েছেন রোনালদো।
7⃣0⃣0⃣
🇵🇹 Cristiano Ronaldo has now scored 700 goals for club & country 🔥#EURO2020 pic.twitter.com/ATnuokdZ6H
— UEFA EURO 2020 (@UEFAEURO) October 14, 2019
চেক-অস্ট্রিয়ান স্ট্রাইকার জোসেফ বিকান ৮০৫ গোল নিয়ে রয়েছেন তালিকার শীর্ষে। তার পরেই আছেন ব্রাজিলের সাবেক তারকা রোমারিও। তার গোল সংখ্যা ৭৭২টি। ৭৬৭ গোল নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন একই দেশের কিংবদন্তি ও তিনটি বিশ্বকাপ শিরোপাজয়ী পেলে।
হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস ৭৪৬ গোল নিয়ে চতুর্থ স্থান দখল করে আছেন। পাঁচ নম্বরে থাকা জার্মানির জার্ড মুলারের গোল সংখ্যা ৭৩৫টি। এই রথী-মহারথীদের তালিকায় নতুন করে সংযোজিত হয়েছে পাঁচ বারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদোর নাম।