নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল খেলো বাংলাদেশ। তাতে ভারতের বিপক্ষে জয় হাতছাড়া হলো তাদের। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে ভারত-বাংলাদেশের ম্যাচটি হয়েছে ১-১ গোলের ড্র।
#WCQ FULL TIME
🇮🇳India 1-1 Bangladesh 🇧🇩
Adil Khan rescues point for India with late goal
👇 Scores and more from 2022 Asian #WorldCup qualifying 👇
— FIFA World Cup (@FIFAWorldCup) October 15, 2019
ফিফা স্বীকৃত পরিসংখ্যানে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের ১১তম ড্র। দারুণ সম্ভাবনা জাগিয়ে ১৬ বছর পর শক্তিশালী এই প্রতিপক্ষে বিপক্ষে হারানোর সুযোগ হারালো বাংলাদেশ। ভারতের বিপক্ষে সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে জিতেছিল দল।
প্রথম মিনিটে পেনাল্টির জোরালো আবেদন করেছিল বাংলাদেশ। বক্সের মধ্যে বল কাড়তে গিয়ে রাহুল ভেকে ফেলে দেন মোহাম্মদ ইব্রাহিমকে। ফাউল হলেও রেফারি পেনাল্টির আবেদনে সাড়া দেননি।
স্পষ্ট সুযোগ প্রথমে পায় ভারত। পঞ্চম মিনিটে তাদের দূর পাল্লার শট বিপদমুক্ত করে বাংলাদেশ। কিন্তু বল পান আশিক কুরুনিয়ান। তিনি বল দেন সুনীল ছেত্রীকে। বেঙ্গালুরু স্ট্রাইকারের ভলি সরাসরি গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ধরেন।
বিরতির ষষ্ঠ মিনিট পর ২-০ করতে পারতো বাংলাদেশ। বাঁ দিকে দারুণ ড্রিবলে সোহেল রানা বল দেন নাবীব নেওয়াজ জীবনকে, কিন্তু তার লক্ষ্যে নেওয়া শট গুরপ্রীতের পায়ে লেগে মাঠের বাইরে যায়। ৫৫ মিনিটে বাংলাদেশকে হতাশ হতে হয় ইব্রাহিমের শট ক্রসবারে আঘাত করলে।
FULL TIME!
A tightly fought encounter comes to an end as both sides head back into the tunnel on level terms.
🇮🇳 1-1 🇧🇩#INDBAN ⚔ #WCQ 🏆 #BackTheBlue 💙 #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/SqmlQEIqTJ
— Indian Football Team (@IndianFootball) October 15, 2019
৮৪ মিনিটে ভারতের রক্ষণের দুর্বলতার সুযোগে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করতে পারতো। ডানপ্রান্ত থেকে সাদের ক্রস ভেকে বিপদমুক্ত করতে পারেননি। দুর্ভাগ্যবশত সুফিল ঠিক সময়ে শট নিতে না পারলে স্বস্তি পায় স্বাগতিকরা। ৮৮ মিনিটে ছেত্রীর শট বাংলাদেশ মাঠের বাইরে পাঠালে কর্নার পায় ভারত। ব্রান্ডনের কর্নার থেকে দুর্দান্ত হেডে ৮৯ মিনিটে সমতা ফেরান আদিল।