ক্যারিয়ার হিসেবে খেলাধুলা যেমন আকর্ষণীয় তেমনি একটি পরিচ্ছন্ন আয়ের উৎসও বটে। ইউরো বা ডলারে ফুটবল তারকাদের সম্পদের পরিমাণ সত্যিই ঈর্ষণীয়। এরা শুধু খেলেই আয় করে না। বিজ্ঞাপন ও বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির দূত ও সোশ্যাল মিডিয়া থেকেও আয় করেন কোটি কোটি টাকা।
Cristiano Ronaldo rakes in DOUBLE the money rival Lionel Messi earns on Instagram as it is revealed the Portugal and Juventus forward collected £38m from the platform last year https://t.co/xGdbGvcTsq
— MailOnline Sport (@MailSport) October 16, 2019
লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো বরাবরই একে অপরের প্রতিদ্বন্দ্বি। মাঠ বা মাঠের বাইরে সব ক্ষেত্রেই কে কার থেকে এগিয়ে সেদিকেও দুই তারকা ফুটবলারের ভক্তরাও নজর রাখেন।
তবে, মাঠের লড়াই বা ব্যালন ডি অর জেতার হিসেবে মেসি এবং রোনালদো সমানে সমান হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের আয়ের দিক ঢের এগিয়ে পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামের আয়ের দিক থেকে মেসির চেয়ে দ্বিগুনেরও বেশি আয় করেন রোনালদো।
গত এক বছরে ইন্সটাগ্রামে রোনালদোর আয় হয়েছে ৩৮.২ মিলিয়ন পাউন্ড। আর মেসির এক বছরের আয় ১৮.৭ মিলিয়ন পাউন্ড। ৩৪ বছর বয়সী রোনালদো ইন্সটাগ্রামে মোট ৩৪টি পোস্ট দিয়েছেন। আর প্রতিটি পোস্টের জন্য তিনি পেয়েছেন ৭ লাখ ৮০ হাজার পাউন্ড। আর মেসি দিয়েছেন ৩৬টি পোস্ট। প্রতিটি পোস্টের জন্য আয় করেন ৫ লাখ ১৮ হাজার পাউন্ড।
Cristiano Ronaldo beats Lionel Messi in top five highest-earning Instagram starshttps://t.co/M1bSeOujn1 pic.twitter.com/dlPl7C13cy
— Mirror Football (@MirrorFootball) October 16, 2019
বাজ বিঙ্গো এক গবেষণায় ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টে তারকা ফুটবলাররা কত উপার্জন করছেন তা তুলে ধরেছে। তবে, মেসি এবং রোনালদোর চেয়ে বেশ পিছিয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলিয়ান এ তারকা গেল এক বছরে ইনস্টাগ্রাম থেকে আয় করেছেন মাত্র ৫৮ লাখ পাউন্ড।