চলতি বছর ছেলেদের ব্য়ালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত যে ৩০ জনের নাম প্রকাশ করা হয়েছে তাঁদের মধ্য়ে সাতজনই গতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুলের ।
Ballon d’Or : Virgil van Dijk, Bernardo Silva, Heung-min Son, Robert Lewandowski et Roberto Firmino nommés dans la liste des 30 https://t.co/MlGYM8nX5w
— #BallondOr (@francefootball) October 21, 2019
লিভারপুলের ফুটবলারদের মধ্যে মনোনয়ন পেয়েছেন ফান ডাইক, সাদিও মানে, মহম্মদ সালাহ, রবার্তো ফির্মিনো, ট্রেন্ট আলেক্সান্ডার, জর্জিনো উইজনালডাম ও অ্যালিসন বেকার।
এরপরেই রয়েছে ম্যানচেস্টার সিটির পাঁচ খেলোয়াড় রহিম স্টার্লিং, রিয়াদ মাহরিজ, কেভিন ডি ব্রুইন, বার্নার্ডো সিলভা এবং সার্জিও আগুয়েরো এই তালিকায় রয়েছেন।
এছাড়া প্রতিবারের মতোই ছ’বারের ব্য়ালন ডি-অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির নামও রয়েছে এই তালিকায়।
তবে অবাক করা বিষয় হল যে, ব্যালন ডি’অরের ইতিহাসে এই প্রথমবার গতবারের ব্যালন ডি’অর পুরস্কার জয়ী লুকা মদরিচের নাম নেই এই ৩০ জনের তালিকায়।
এছাড়াও তালিকায় নেই ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার, ম্যানটেস্ট ইউনাইটেডের মিডফিল্ডার পল পোগাবা এবং টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেন ।
Among our 20 Women’s #ballondor nominees…⤵️
Megan Rapinoe 🇺🇸@ReignFC
Lieke Martens 🇳🇱@FCBfemeni
Sari van Veenendaal 🇳🇱@AtletiFemenino
Wendie Renard 🇫🇷@OLfeminin
Rose Lavelle 🇺🇸@WashSpirit
Players already announced > https://t.co/3YvQFlX26f pic.twitter.com/PIp5WPs1BY
— #BallondOr (@francefootball) October 21, 2019
ছেলেদের ছাড়াও এবছর ব্য়ালন ডি’অরের জন্য ২০ জন নারী খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে ।