শনিবার (৯ নভেম্বর) ন্যু ক্যাম্পে মেসির হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের আবারো শীর্ষে ফিরে এসেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
Read More:
- Argentina Match Fixtures, Schedule 2019 – GMT, UK, BST, IST, Eastern Kick off time
- Brazil Match Fixtures, Schedule 2019 – GMT, UK, BST, IST, Eastern Kick off time
- 2020 Men’s World Ice Hockey Championships Fixtures
এই নিয়ে লা লিগায় মেসির ৩৪ তম হ্যাটট্রিক। এর ফলে সাবেক পর্তুগিজ তারকা রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলেছেন ।
✅ Penalty kick goal
✅ Free kick goal
✅ Free kick goal#Messi has a set piece hat trick! 🤯🤯🤯Verdict: 🐐 pic.twitter.com/d1js78s7Ip
— FC Barcelona (@FCBarcelona) November 9, 2019
ম্যাচের ২৩ মিনিটে মেসির স্পট কিক থেকে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। ডি বক্সের ভেতর সেল্টা ভিগোর জোসেফ আইডুর হাতে বল লাগার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পেনাল্টি কিক পায় কাতালানরা। লিগে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন মেসি।
ম্যাচের ৪০তম মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের মিডফিল্ডার পাপ ইয়াপকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। সেই ফাউলের সুবাদে অসাধারণ এক ফ্রি-কিকে ম্যাচে সমতা টানেন উরুগুয়ের ডিফেন্ডার লুকাস।
প্রথমার্ধ শেষের আগে ইনজুরি সময়ের প্রথম মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া দারুণ এক ফ্রি-কিকে আবারও দলকে এগিয়ে নেন মেসি।
বিরতির পর ৪৮ মিনিটে আবারো চমৎকার এক ফ্রি কিকের মাধ্যমে নিজের পেনাল্টি পূর্ণ করেন । মৌসুমে তার মোট গোল হলো ৯টি।
ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের কিকে সার্জিও বুস্কেটস গোল করলে ৪-১ গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ত্যাগ করে বার্সেলোনা।
এখন পর্যন্ত ১২ ম্যাচে সমান ২৫ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ।