পূর্বপরিকল্পনা মতো নতুন আঙ্গিকে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ সুপার কাপের প্রথম আসর। আগামী বছরের জানুয়ারিতে সুপার কাপ হতে যাচ্ছে সৌদি আরবে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও ভালেন্সিয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে।
🗣 @LuisRubiales: “Para nosotros es un reto que los niños y niñas de Arabia Saudí puedan mejorar a través del deporte. Vamos a liderar junto con la Federación de Arabia Saudí un plan ambicioso, el comienzo de una competición femenina supervisado por la RFEF”#Supercopa2020 pic.twitter.com/jt3YswIwwX
— RFEF (@rfef) November 11, 2019
স্প্যানিশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে জানায়, ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল, প্রতিটি ম্যাচই হবে ৬২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।
৩৭ বছর ধরে পুরনো নিয়মে হয়ে আসছিল এই টুর্নামেন্ট। এতদিন ধরে লা লিগা চ্যাম্পিয়ন আর কোপা দেল রে চ্যাম্পিয়নের মাঝে হতো স্প্যানিশ সুপার কাপ ফাইনাল। পুরনো ধারা থেকে সরে এসে এবার তা রূপ নিয়েছে চার দলের টুর্নামেন্টে।
এবার আগের মৌসুমের লা লিগার শীর্ষ দুই দল এবং কোপা দেল রে বিজয়ী ও রানার্স আপ অথবা লা লিগার তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। ফাইনালের আগে হবে দুটি সেমিফাইনাল।
🏆 #Supercopa2020 | ¡Así quedan los emparejamientos!
📅 8 de enero: @valenciacf – @realmadrid
📅 9 de enero: @FCBarcelona_es – @Atleti📅 12 de enero: FINAL pic.twitter.com/pd73BikQl8
— RFEF (@rfef) November 11, 2019
এর ফলে ৮ জানুয়ারি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ৯ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ। তারপর ১২ জানুয়ারি হবে ফাইনাল।
নতুন আঙ্গিকে প্রতিযোগিতাটি দেশের বাইরে আয়োজনের বিষয়টি সেপ্টেম্বরে গণমাধ্যমে এলে সমালোচনার মুখে পড়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বাণিজ্য ও অর্থকে খেলার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি করেছিলেন অনেকে।