ব্রাজিল আর্জেন্টিনা মহারণ। এতটুকু বললেই বুঝে নেয়া যায় কেমন লড়াই চলবে ফুটবল পায়ে। হলোও তাই। ব্রাজিলিয়ান সাম্বার সঙ্গে আর্জেন্টিনার শৈল্পিক ফুটবল। মেসির দূর্দান্ত হওয়ার বিপরীতে অতিমানবীয় হয়ে ওঠা ব্রাজিল গোলরক্ষক এলিসন বেকার।
🏆 Amistoso #SelecciónMayor
⚽ @Argentina 🇦🇷 1 (Lionel Messi) – #Brasil 🇧🇷 0
👉 ¡Final del encuentro en Arabia Saudita! pic.twitter.com/KQLigFp2wp
— Selección Argentina 🇦🇷 (@Argentina) November 15, 2019
আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরাটা দুর্দান্ত হলো লিওনেল মেসির। অধিনায়কের একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা।
সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১১টায়। যেখানে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমে পেনাল্টি মিস করলেও পরে ফিরতি শটে তাদের এগিয়ে দিয়েছেন দলীয় অধিনায়ক লিওনেল মেসি।
বল দখলে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে আর্জেন্টিনা। শেষ দিকে প্রবল চাপ বাড়ানো দলটি বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল। কিন্তু স্কোরলাইনে পরিবর্তন আসেনি।