চলতি বছরে মাঠ কাঁপাতে বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনা দলের। কিন্তু অর্থ ও নিরাপত্তার অভাবে মেসিদের দেশে ভেড়াতে পারেনি বাফুফে (বাংলাদেশ ফুডবল ফেডারেশন)। সমর্থকদের রোমাঞ্চিত করতে মেসিবাহিনী না আসলেও, ২০২০ সালে বাংলাদেশে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ডের ক্লাবটি। আগামী বছরের ১৭ মার্চ থেকে পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে মুজিববর্ষ। সেখানে থাকবে খেলাধুলারও নানা আয়োজন।
তবে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনও ঠিক হয়নি। ইউরোপের জুভেন্টাস এবং পিএসজির মতো দলকেও আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গণমাধ্যমকে জানান, ‘আগামী মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের একটি দল ঢাকায় আসবে। এই সফরে তারা এখানকার ভেন্যু, হোটেলসহ আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখবে।’