রিয়াল মাদ্রিদের মাঠে এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও খেই হারায়নি পিএসজি। শেষ দশ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিনেদিন জিদানের দলের জয় ছিনিয়ে নিয়েছে দলটি।
And breathe!
It is a very good, resilient draw after a tough first half. A wonderful reaction from the Parisians #RMPSG
🔴🔵#AllezParis pic.twitter.com/h8N8PUpLdR
— Paris Saint-Germain (@PSG_English) November 26, 2019
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ২-২ গোলের ড্রয়ে শেষ হয়। রিয়ালের হয়ে দুটি গোলই করেছেন ফর্মে থাকা স্ট্রাইকার করিম বেনজেমা। শেষ দিকে পিএসজির হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও পাওলো সারাবিয়া। দল দুটির প্রথম লেগের লড়াইয়ে ফরাসি ক্লাবটির মাঠ থেকে ৩-০ গোলের হার নিয়ে ফিরেছিল রিয়াল।
আগেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ায় নির্ভার হয়ে মাঠে নেমেছিল পিএসজি। আর ম্যাচটিতে ড্র করে নক-আউটের টিকিট নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল।
লড়াইটিতে রোমাঞ্চের কমটি ছিল না এতটুকুও। বল দখলের আধিপত্যে উভয় দল প্রায় সমান-সমান থাকলেও গোলের সুযোগ তৈরিতে অনেকটাই এগিয়ে ছিল রিয়াল।
ম্যাচ শুরুর সপ্তদশ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন বেনজেমা। ইস্কোর শট পোলপোস্টে লেগে ফিরে আসলে ছয় গজ দূরে বল পেয়ে যান ফরাসি এই ফরোয়ার্ড। ডান পায়ের শটে জালে বল জড়ান দারুণ ফর্মে থাকা এই খেলোয়াড়। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা লিগার দল।
দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে। ৭৯তম মিনিটে ফের গোলের দেখা পানে বেনজেমা। এবার মার্সেলোর ক্রস থেকে খুব কাছ থেকে হেডে জালে বল জড়ান আক্রমণভাগের এই খেলোয়াড়। চলতি মৌসুমে এই নিয়ে ১৪টি গোল করলেন বেনজেমা।
দুই গোলে এগিয়ে গিয়ে নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল রিয়াল। কিন্তু তখনও যে রোমাঞ্চের বাকি। ৮১তম মিনিটে একটি গোল শোধ করে খেলা জমিয়ে তোলেন এমবাপে। প্রতিপক্ষের ভুলে গোলমুখে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ফরাসি এই স্ট্রাইকার।
এমবাপের গোলের তিন মিনিটের মধ্যে সমতাসূচক গোল করেন সারাবিয়া। ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন স্প্যানিশ এই আক্রমণাত্মক মিডফিল্ডার।
ম্যাচটিতে ‘হিরো’ সাজতে পারতেন রিয়াল উইঙ্গার গ্যারেথ বেল। যোগ করা সময়ে তার নেওয়া দারুণ একটি ফ্রি-কিক গোলপোস্টে না লাগলে জয়ের আনন্দে ভাসতে পারত রিয়াল।
গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি। পাঁচ ম্যাচ খেলে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি। দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স-আপ দল হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল।