ক্রিস্টিয়ানো রোনালদো, সাদিও মানে এবং মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে কেরিয়ারের ষষ্ঠ ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। সোমবার রাতে প্যারিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গতবারের ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচের হাত থেকেই মেসি এই ট্রফি নেন এদিন।
🍽🐐 Go ahead and indulge yourself with our Leo #Messi #BallonDor VIDEO COLLECTION
👉 https://t.co/cGh0ODM4RA pic.twitter.com/5PUOC7ZyPs— FC Barcelona (@FCBarcelona) December 3, 2019
লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে দ্বিতীয় স্থানে রেখে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এই পুুরস্কার জিতেছেন। মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১১ এবং ২০১২ সালে এই পুরস্কার জিতেছিলেন।
The Only. One. Ever.
Six-time Ballon d’Or winner, Leo #Messi pic.twitter.com/5PMoJGRCrY
— FC Barcelona (@FCBarcelona) December 2, 2019
গত অগাস্টে মেসি ও রোনালদোকে হারিয়ে উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন ফন ডাইক। এরপর পর্তুগিজ তারকা রোনালদোকে পেছনে ফেলে প্রথমবারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নেন বার্সেলোনা তারকা। আবার পরের মাসেই ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন লিও।
“আমার এখনও মনে আছে দশ বছর আগে আমি আমার তিন ভাইবোনকে নিয়ে প্যারিসে প্রথম ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড নিতে এসেছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র ২২ বছর। এখন আমি আমার প্রিয় স্ত্রী এবং বাচ্চাদের সাথে এই পুরষ্কারটি নিতে এসেছি। আমি আমার বয়স নিয়ে সচেতন আছি এবং আমি আরো দীর্ঘ সময় ফুটবল উপভোগ করব বলে আশা করি। ” মেসি শ্রোতাদের সম্বোধন করে পুরষ্কারটি গ্রহণ করলেন।
২০১৯ সালে মেসি ৫৪ ম্যাচে ৪৬ গোল করেছেন এবং লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করে স্প্যানিশ শিরোপা জয় করেন ।