ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। গতবার ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা।
Trust, determination and dedicated work somehow always pay off.
We are the Champions of the “TVS Federation Cup 2020”.
Congrats to the Kings Family.#BashundharaKings#Borntobeat pic.twitter.com/ki3n8kYt7h
— Oscar Bruzon (@obruzon) January 5, 2020
এর আগে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র একাধিকবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে।
দলের প্রথমবার শিরোপা জয়ের দুটি গোলই করেছেন কোস্টারিকান বিশ্বকাপ তারকা ডেনিয়েল কলিন্ড্রেস। অন্যদিকে প্রতিপক্ষের হয়ে গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড মমদো বাহ।
খেলার শুরুতেই দুদলই গোল করার সুযোগ পেয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষভাগে ৪১তম মিনিটে বসুন্ধরার কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস হেডে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই গোল করতে মরিয়া হয়ে উঠে রহমতগঞ্জ। শেষ পর্যন্ত ৬৪তম মিনিটে সমতায় ফেরান দলের গাম্বিয়ান অধিনায়ক মামাদু বাহ। ৭৬তম মিনিটে রহমতগঞ্জের গোলরক্ষকের ভুলের কারণে এগিয়ে যায় বসুন্ধরা। ডিফেন্ডার কামারার দেয়া ব্যাক পাস রহমতগঞ্জের গোলরক্ষক লিটন নিজের কাছে রাখতে ব্যর্থ হলেহন। বল পেয়ে ফাঁকা পোস্টে জয়সূচক গোলটি করেন কলিন্দ্রেস।