নতুন বছরে আরও দ্যুতিময় ক্রিস্তিয়ানো রোনালদো। টানা পাঁচ ম্যাচে গোল করে আগের বছর শেষ করা তারকা ফরোয়ার্ড এবার করলেন হ্যাটট্রিক। কাইয়ারিকে উড়িয়ে দিয়ে ২০২০ সালের পথচলা শুরু করলো।
Amazing feeling to kick off 2020 with a hat-trick and a victory!⚽⚽⚽💪🏽#finoallafine #forzajuve pic.twitter.com/M8XD1ZQrhl
— Cristiano Ronaldo (@Cristiano) January 6, 2020
সোমবার রাতে ইতালিয়ান সিরি আ’তে ৩৪ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদোর হ্যাটট্রিকে ক্যালিয়ারিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জুভরা। অন্য গোলটি করেন বদলি স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন।
জুভেন্টাসে যোগ দেওয়ার বছর দেড়েকেও একটা অপেক্ষা যেন ঘুচছিলই না রোনালদোর! চ্যাম্পিয়নস লিগে একটা হ্যাটট্রিক করেছেন গত মৌসুমে, কিন্তু ইতালিয়ান লিগে ছিল না কোনো হ্যাটট্রিক। অপেক্ষাটা আজ ফুরোল।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দেখা দিলেন চেনা রোনালদো। ৪৯ মিনিটে প্রথম গোলটি সৌভাগ্যপ্রসূত, ক্যালিয়ারির এক ডিফেন্ডারের ভুল পাস ধরে। ৬৭ মিনিটে পরের গোলটি পেনাল্টিতে। ৮১ মিনিটে গঞ্জালো হিগুয়েইন গোল করার পরের মিনিটে হলো রোনালদোর হ্যাটট্রিক।
এই নিয়ে আসরে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১৩টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে তার মোট গোল হলো ১৫টি। ৩ গোল দিয়ে লিগের শেষ পাঁচ ম্যাচে ৮ গোল করেছেন রোনালদো। আর লিগে সব মিলিয়ে লিগে ১৩ গোল।