লা লিগায় গ্রানাডার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। এ জয়ে সমান পয়েন্ট (৪৩) নিয়ে গোল ব্যবধানে এগিয়ে রিয়ালকে পেছনে ফেলল বার্সেলোনা; লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বার্সেলোনা।
MATCH REPORT!https://t.co/V9ITF7HN07
— FC Barcelona (@FCBarcelona) January 19, 2020
কাম্প নউয়ে রোববার রাতে লা লিগায় গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মেসি দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন। গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় গ্রানাদার মাঠে হতশ্রী পারফরম্যান্সে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা।
সেতিয়েনকে হতাশ করেননি তাঁর শিষ্যরা। গোল ব্যবধান কম হলেও বার্সেলোনার পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো। বলের দখল নিয়ে এমন আক্রমণাত্মক ফুটবলই তো চেয়েছে কাতালানিয়ান সমর্থকেরা। সেতিয়েন তাদের সেই ফুটবলটাই উপহার দিয়েছেন।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় বার্সেলোনা। একমাত্র গোলের জাদুকর আর কেউ নন; বার্সার আর্জেন্টাইন ‘বিজ্ঞাপণ’ মেসি।
এবারের লা লিগায় মেসির মোট গোল হলো সর্বোচ্চ ১৪টি। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১৭টি। ২০ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৪৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।