মহামারি করোনা ভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৈশ্বিক এই বিপদের মুহূর্তে অনেকেই সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ক্রীড়া তারকারাও এর ব্যতিক্রম নন। এবার সেই তালিকায় যোগ হলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রও।
Neymar has donated over £750,000 to UNICEF and a celebrity fund to help those affected by the coronavirus pandemic, via @pfofocalizando 👏 pic.twitter.com/1ee4GyfeiK
— B/R Football (@brfootball) April 3, 2020
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইউনিসেফকে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৮৭ লাখ ৯২ হাজার টাকা) দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড।