শুরু হচ্ছে আইপিএল ২০২১। সূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল খেলা হবে ৩০মে। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই ও কলকাতায়। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২১(আইপিএল) এর সময় সূচি প্রকাশ করেছে।
আরও পড়ুন:
- জেনে নিন: যেভাবে ফিরে পাবেন হ্যাক করা ফেসবুক অ্যাকাউন্ট
- বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফরের সূচি, কখন, কোথায়
- কোপা আমেরিকা ২০২১: আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচের সময় সূচি
- Bangladesh Tour Sri Lanka: শ্রীলংকা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার তারিখ ও সময়সূচি
- আইপিএল ২০২১: সাকিবের ম্যাচের সময় সূচি
তবে টুর্নামেন্টের প্লে-অফ ও ফাইনালের সূচি পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে শুরু হবে। রাতের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু | ফল |
৯ এপ্রিল | রাত ৮টা | মুম্বাই ইন্ডিয়ানস –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | চেন্নাই | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২ উইকেটে জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স: ১৫৯/৯ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:১৬০/৮ |
১০ এপ্রিল | রাত ৮টা | চেন্নাই সুপার কিংস– দিল্লি ক্যাপিটালস | মুম্বাই | দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস ১৮৮/৭ দিল্লি ক্যাপিটালস ১৯০/৩(১৮.৪/২০ ওভার ) |
১১ এপ্রিল | রাত ৮টা | সানরাইজার্স হায়দরাবাদ– কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই | কলকাতা নাইট রাইডার্স ১০ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৮৭/৬ সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ১৭৭/৫ |
১২ এপ্রিল | রাত ৮টা | রাজস্থান রয়্যালস– পাঞ্জাব কিংস | মুম্বাই | পাঞ্চাব কিংস ৪ রানে জয়ী পাঞ্জাব কিংস: ২০ ওভারে ২২১/৬ রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ২১৭/৭ |
১৩ এপ্রিল | রাত ৮টা | কলকাতা নাইট রাইডার্স–মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই | মুম্বাই ইন্ডিয়ান্স ১০ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৪২/৭ মুম্বাই ইন্ডিয়ান্স : ২০ ওভারে ১৫২ |
১৪ এপ্রিল | রাত ৮টা | সানরাইজার্স হায়দরাবাদ –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | চেন্নাই | |
১৫ এপ্রিল | রাত ৮টা | রাজস্থান রয়্যালস– দিল্লি ক্যাপিটালস | মুম্বাই | |
১৬ এপ্রিল | রাত ৮টা | পাঞ্জাব কিংস– চেন্নাই সুপার কিংস | মুম্বাই | |
১৭ এপ্রিল | রাত ৮টা | মুম্বাই ইন্ডিয়ানস –সানরাইজার্স হায়দরাবাদ | চেন্নাই | |
১৮ এপ্রিল | বিকেল ৪টা | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই | |
১৮ এপ্রিল | রাত ৮টা | দিল্লি ক্যাপিটালস –পাঞ্জাব কিংস | মুম্বাই | |
১৯ এপ্রিল | রাত ৮টা | চেন্নাই সুপার কিংস –রাজস্থান রয়্যালস | মুম্বাই | |
২০ এপ্রিল | রাত ৮টা | দিল্লি ক্যাপিটালস– মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই | |
২১ এপ্রিল | বিকেল ৪টা | পাঞ্জাব কিংস– সানরাইজার্স হায়দরাবাদ | চেন্নাই | |
২১ এপ্রিল | রাত ৮টা | কলকাতা নাইট রাইডার্স– চেন্নাই সুপার কিংস | মুম্বাই | |
২২ এপ্রিল | রাত ৮টা | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু –রাজস্থান রয়্যালস | মুম্বাই | |
২৩ এপ্রিল | রাত ৮টা | পাঞ্জাব কিংস– মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই | |
২৪ এপ্রিল | রাত ৮টা | রাজস্থান রয়্যালস– কলকাতা নাইট রাইডার্স | মুম্বাই | |
২৫ এপ্রিল | বিকেল ৪টা | চেন্নাই সুপার কিংস– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | মুম্বাই | |
২৫ এপ্রিল | রাত ৮টা | সানরাইজার্স হায়দরাবাদ– দিল্লি ক্যাপিটালস | চেন্নাই | |
২৬ এপ্রিল | রাত ৮টা | পাঞ্জাব কিংস– কলকাতা নাইট রাইডার্স | আহমেদাবাদ | |
২৭ এপ্রিল | রাত ৮টা | দিল্লি ক্যাপিটালস –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | আহমেদাবাদ | |
২৮ এপ্রিল | রাত ৮টা | চেন্নাই সুপার কিংস –সানরাইজার্স হায়দরাবাদ | দিল্লি | |
২৯এপ্রিল | বিকেল ৪টা | মুম্বাই ইন্ডিয়ানস– রাজস্থান রয়্যালস | দিল্লি | |
২৯এপ্রিল | রাত ৮টা | দিল্লি ক্যাপিটালস– কলকাতা নাইট রাইডার্স | আহমেদাবাদ | |
৩০এপ্রিল | রাত ৮টা | পাঞ্জাব কিংস –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | আহমেদাবাদ |
১ মে | রাত ৮টা | মুম্বাই ইন্ডিয়ানস –চেন্নাই সুপার কিংস | দিল্লি | |
২ মে | বিকেল ৪টা | রাজস্থান রয়্যালস –সানরাইজার্স হায়দরাবাদ | দিল্লি | |
২ মে | রাত ৮টা | পাঞ্জাব কিংস– দিল্লি ক্যাপিটালস | আহমেদাবাদ | |
৩ মে | রাত ৮টা | কলকাতা নাইট রাইডার্স –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | আহমেদাবাদ | |
৪ মে | রাত ৮টা | সানরাইজার্স হায়দরাবাদ –মুম্বাই ইন্ডিয়ানস | দিল্লি | |
৫ মে | রাত ৮টা | রাজস্থান রয়্যালস– চেন্নাই সুপার কিংস | দিল্লি | |
৬ মে | রাত ৮টা | রয়্যাল চ্যালেঞ্জার্স –বেঙ্গালুরু পাঞ্জাব কিংস | আহমেদাবাদ | |
৭ মে | রাত ৮টা | সানরাইজার্স হায়দরাবাদ– চেন্নাই সুপার কিংস | দিল্লি | |
৮ মে | বিকেল ৪টা | কলকাতা নাইট রাইডার্স –দিল্লি ক্যাপিটালস | আহমেদাবাদ | |
৮ মে | রাত ৮টা | রাজস্থান রয়্যালস –মুম্বাই ইন্ডিয়ানস | দিল্লি | |
৯ মে | বিকেল ৪টা | চেন্নাই সুপার কিংস –পাঞ্জাব কিংস | বেঙ্গালুরু | |
৯ মে | রাত ৮টা | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– সানরাইজার্স হায়দরাবাদ | কলকাতা | |
১০ মে | রাত ৮টা | মুম্বাই ইন্ডিয়ানস –কলকাতা নাইট রাইডার্স | বেঙ্গালুরু | |
১১ মে | রাত ৮টা | দিল্লি ক্যাপিটালস –রাজস্থান রয়্যালস | কলকাতা | |
১২ মে | রাত ৮টা | চেন্নাই সুপার কিংস– কলকাতা নাইট রাইডার্স | বেঙ্গালুরু | |
১৩ মে | বিকেল ৪টা | মুম্বাই ইন্ডিয়ানস– পাঞ্জাব কিংস | বেঙ্গালুরু | |
১৩ মে | রাত ৮টা | সানরাইজার্স হায়দরাবাদ– রাজস্থান রয়্যালস | কলকাতা | |
১৪ মে | রাত ৮টা | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– দিল্লি ক্যাপিটালস | কলকাতা | |
১৫ মে | রাত ৮টা | কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস | বেঙ্গালুরু | |
১৬ মে | বিকেল ৪টা | রাজস্থান রয়্যালস– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | কলকাতা | |
১৬ মে | রাত ৮টা | চেন্নাই সুপার কিংস– মুম্বাই ইন্ডিয়ানস | বেঙ্গালুরু | |
১৭ মে | রাত ৮টা | দিল্লি ক্যাপিটালস –সানরাইজার্স হায়দরাবাদ | কলকাতা | |
১৮ মে | রাত ৮টা | কলকাতা নাইট রাইডার্স –রাজস্থান রয়্যালস | বেঙ্গালুরু | |
১৯ মে | রাত ৮টা | সানরাইজার্স হায়দরাবাদ– পাঞ্জাব কিংস | বেঙ্গালুরু | |
২০ মে | রাত ৮টা | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– মুম্বাই ইন্ডিয়ানস | কলকাতা | |
২১ মে | বিকেল ৪টা | কলকাতা নাইট রাইডার্স– সানরাইজার্স হায়দরাবাদ | বেঙ্গালুরু | |
২১ মে | রাত ৮টা | দিল্লি ক্যাপিটালস –চেন্নাই সুপার কিংস | কলকাতা | |
২২ মে | রাত ৮টা | পাঞ্জাব কিংস– রাজস্থান রয়্যালস | বেঙ্গালুরু | |
২৩ মে | বিকেল ৪টা | মুম্বাই ইন্ডিয়ানস– দিল্লি ক্যাপিটালস | কলকাতা | |
২৩ মে | রাত ৮টা | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু –চেন্নাই সুপার কিংস | কলকাতা |
২৫ মে | রাত ৮টা | কোয়ালিফায়ার ১ | আহমেদাবাদ | |
২৬ মে | রাত ৮টা | এলিমিনেটর | আহমেদাবাদ | |
২৮ মে | রাত ৮টা | কোয়ালিফায়ার | আহমেদাবাদ | |
৩০ মে | রাত ৮টা | ফাইনাল | আহমেদাবাদ |
আইপিএল ফাইনাল ম্যাচ কবে : ৩০মে, রবিবার ফাইনাল ৮:০০ টায়, ৩০ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, May 30th at the Narendra Modi Stadium, Ahmedabad
কবে এবং কোথায় হবে আইপিএল : আইপিএল শুরু হবে ৯ ই এপ্রিল, IPL Begin: 9th April in Chennai
IPL 2021 players list: আইপিএল নিলামে কে কোন দলে – আইপিএল 2021 প্লেয়ার লিস্ট
১। কলকাতা নাইট রাইডার্স ২। রাজস্থান রয়েলস ৩। মুম্বাই ইন্ডিয়ান্স ৪। দিল্লি ক্যাপিটালস ৫। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৬। পাঞ্জাব কিংস ৭। চেন্নাই সুপার কিংস ৮। সানরাইজার্স হায়দ্রাবাদ
আইপিএল ২০২১, আইপিএল ২০২১ সময়সূচী, আইপিএল ২০২১-এর সময়সূচি, IPL 2021 পূর্ণাঙ্গ সূচি, কবে এবং কোথায় হবে আইপিএল, আইপিএল ২০২১, আইপিএল, আইপিএল কবে শুরু হবে, আইপিএল 2021 কবে থেকে শুরু, আইপিএল খেলার খবর, আইপিএল ম্যাচ বাংলাদেশ সময়
- FC Barcelona Match Fixtures, Schedule, Venues
- English Premier League Match Fixtures, Results, Today’s Match
🚨 BCCI announces schedule for VIVO IPL 2021 🚨
The season will kickstart on 9th April in Chennai and the final will take place on May 30th at the Narendra Modi Stadium, Ahmedabad.
More details here – https://t.co/yKxJujGGcD #VIVOIPL pic.twitter.com/qfaKS6prAJ
— IndianPremierLeague (@IPL) March 7, 2021