প্রতীক্ষার অবসান। চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরের নাম ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জানিয়ে দেওয়া হল, চিনা কোম্পানি ভিভো এবারের জন্য টুর্নামেন্টের স্পনসরশিপ থেকে সরে দাঁড়ানোয় কাকে বেছে নেওয়া হল মূল স্পনসর হিসেবে।
Dream11 wins IPL 2020 title sponsorship for Rs 222 crores: IPL Chairman Brijesh Patel
— ANI (@ANI) August 18, 2020
বিসিসিআই আগেই জানিয়েছিল, ১৮ আগস্ট অর্থাৎ আজই আইপিএল ১৩-র টাইটেল স্পনসরের নাম ঘোষণা করবে। আর মঙ্গলবার সবদিক বিচার করে ড্রিম ইলেভেনকে মূল স্পনসর হিসেবে বেছে নেওয়া হল। অর্থাৎ সংযুক্ত আবর আমিরশাহীতে আয়োজিত হতে চলা আইপিএলের নতুন নাম হবে ড্রিম ইলেভেন আইপিএল। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এদিন জানান, ২২২ কোটি টাকার চুক্তিতে এই অনলাইন গেমিং সংস্থার সঙ্গে এবছর চুক্তি করা হয়েছে।
২০১৭ সালে ২ হাজার ১৯৯ কোটি রুপির বিনিময়ে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরের স্বত্ব কিনে নিয়েছিল ভিভো। অর্থাৎ বছরে ৪৪০ কোটি রুপি। কিন্তু ভারত-চীন সীমানায় সংঘর্ষের পর ভারত জুড়ে চীনা প্রতিষ্ঠান বর্জনের ডাক শুরু হয়েছিল। প্রথমে শতাধিক মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়। পরে অবস্থা বেগতিক দেখে মোবাইল সেট তৈরির এ প্রতিষ্ঠান এ বছরের জন্য আইপিএল থেকে সরে গেছে।