এসপানিওলকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়ে এনেছিল বার্সেলোনা। তবে আজ আলাভেসকে হারিয়ে সে ব্যবধান নিশ্চিতভাবে আবারও বাড়াবে রিয়াল মাদ্রিদ এটা অনুমিতই ছিল। হয়েছেও তা–ই। আলাভেসের বিপক্ষে ২–০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ; পৌঁছেছে লা লিগা শিরোপার আরও কাছাকাছি।
The full table following wins for @realmadriden and @GranadaCdeF. 🔢⚽️#LaLigaSantander pic.twitter.com/TYqJMbq9ac
— LaLiga English (@LaLigaEN) July 10, 2020
আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে শুক্রবার রাতে ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। করিম বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।
এই জয়ে আবারও ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল মাদ্রিদের ক্লাবটি। ৩৫ ম্যাচে ২৪ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৮০। সমান ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬।