আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১টায় ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলেই রেকর্ড ৩৪তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হবে জিদানের দল ।
🙌 IT'S MATCHDAY! 🙌
🆚 @Eng_Villarreal
🏆 @LaLigaEN
👉 Matchday 37
🏟 Alfredo Di Stéfano
⏰ 21:00 CEST
#⃣ #RMLiga | #RealMadridVillarreal pic.twitter.com/1rxBLG2Ruk— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) July 16, 2020
সোমবার তারা গ্রানাদাকে ২-১ গোলে হারায়। আজকের ম্যাচসহ দুই ম্যাচে আর মাত্র দু’পয়েন্ট পেলেই বার্সেলোনাকে পিছনে ফেলে এবারের লা লিগা ট্রফি পেয়ে যাবে রিয়াল। তবে আজকের ম্যাচে ড্র হলে , পরবর্তী ম্যাচে ড্র অথবা জিততে হবে ।
Club | MP | W | D | L | GF | GA | GD | Pts |
Real Madrid | 36 | 25 | 8 | 3 | 66 | 22 | 44 | 83 |
Barcelona | 36 | 24 | 7 | 5 | 80 | 36 | 44 | 79 |
Atlético Madrid | 36 | 17 | 15 | 4 | 48 | 26 | 22 | 66 |
Sevilla | 36 | 18 | 12 | 6 | 53 | 34 | 19 | 66 |
Villarreal | 36 | 17 | 6 | 13 | 58 | 47 | 11 | 57 |
লিগে এ পর্যন্ত ৩৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচে বার্সেলোনার ৭৯ পয়েন্ট। পরবর্তী দুই ম্যাচে বার্সা পূর্ণ ৬ পয়েন্ট পেলে তাদের মোট ৮৫ পয়েন্ট হবে।
মেসিরা আজ খেলবে ওসাসুনার বিপক্ষে, শেষ দিনে তাঁদের প্রতিপক্ষ আলাভেস। অন্যদিকে আজ ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলেই রিয়ালের পয়েন্ট হয়ে যাবে ৮৬। ফলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা পেয়ে যাবে রিয়াল মাদ্রিদ ।
তবে এই ম্যাচ হেরে গেলেও তাদের আশা শেষ হবে না। পরবর্তী ম্যাচে জিতলেই শিরোপা পাবে । এছাড়াও কাকতালীয় ভাবে যদি দুই দলের পয়েন্ট সমানও হলেও রিয়াল শিরোপা পাবে ।