lionel-messi
Image source: Barcelona Twitter

রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামার জন্য অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট হলো না। সম্পূর্ণ ফিট না হওয়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ এরনেস্তো ভালভার্দে।


বেতিসের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে মেসিকে রাখেননি তিনি। তার জায়গায় লা মাসিয়ার ১৬ বছর বয়সী কিশোর স্ট্রাইকার আনসু ফাতিকে দলে রেখেছেন এ কোচ।

বেটিসের বিপক্ষে ফাতি মাঠে নামলে বার্সেলোনার জার্সি গায়ে অভিষেক হওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় (১৬ বছর ২৯৮ দিন) হবেন তিনি।

এ তালিকায় পাঁচ নম্বরে আছেন মেসি। ১৭ বছর ১১৪ দিনে বয়সে বার্সেলোনার মূল দলের হয়ে খেলেছিলেন এ আর্জেন্টাইন।

গায়ানা-বিসাউয়ে জন্ম নেওয়া ফাতি ১০ বছর বয়সে লা মেসিয়ায় যোগ দেন। জুভেনিল ‘এ’ দলের হয়ে ভিক্টর ভালদেসের অধীনে প্রশিক্ষণ নিচ্ছিলেন এ তরুণ। চলতি বছরেই বার্সেলোনা বি দলে খেলার সুযোগ মিলে তার।

ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় প্রথমবারই ন্যু ক্যাম্পে খেলার অনেক কাছাকাছি চলে এসেছেন তিনি। বার্সেলোনার সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২২ সাল পর্যন্ত।