গ্র্যান্ডস্লাম উইম্বলডনের শিরোপার খাতায় নাম লেখালেন সিমোনা হালেপ । ২৭ বছর বয়সী এই খেলোয়াড় ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে নারী এককে প্রথম রোমানিয়ান হিসেবে শিরোপা জিতলেন ।
Carved into #Wimbledon history…
How does it feel, @Simona_Halep? ☺️ pic.twitter.com/B7bZXhiFKh
— Wimbledon (@Wimbledon) July 13, 2019
শনিবার (১৩ জুলাই) শিরোপা নির্ধারণী ম্যাচে সেন্টার কোর্টে মাত্র ৫৬ মিনিটে যুক্তরাষ্টের সেরেনাকে সরাসরি সেটে ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়েছেন হালেপ। এটি তার প্রথম উইম্বলডন এবং দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। গেল বছর ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা ২০১৭ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জেতেন । নারী এককে ২৪টি গ্র্যান্ডস্লাম জেতার কীর্তি মার্গারেট কোর্টের দখলে। সেই রেকর্ডকে এইবারও ছুঁতে পারলেন না সেরেনা।
গত ১ বছরে ৩৭ বছর বয়সী সেরেনার এটি তৃতীয় পরাজয় । গেল বছর উইম্বলডনের ফাইনালে অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হেরেছিলেন তিনি । এরপর ইউএস ওপেনেও পরাজয়। সর্বশেষ হালেপের কাছে হেরে যান ।