পুরুষদের একক ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ। এই নিয়ে টানা দুইবার এবং পঞ্চম বারের মত উইম্বলডন জিতলেন এই টেনিস তারকা ।
Unbelievable. Unshakeable. Unstoppable.@DjokerNole wins his fifth #Wimbledon title in an instant classic, defeating Roger Federer 7-6(5), 1-6, 7-6(4), 4-6, 13-12(3) #JoinTheStory pic.twitter.com/S2Mx1yyJ3M
— Wimbledon (@Wimbledon) July 14, 2019
শ্বাসরুদ্ধকর ফাইনালে চার ঘণ্টা ৫৫ মিনিট স্থায়ী ম্যাচটি ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬, ১৩-১২(৭-৩) গেমে জিতেন সার্বিয়ার জোকোভিচ।
তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই খেলায় প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতে যান জোকোভিচ। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে ফিরে আসেন সুইস তারকা। তৃতীয় সেটে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জেতেন সার্বিয়ার তারকা। আবার চতুর্থ সেটে ৬-৪ ব্যবধানে জেতেন ফেডেরার। ফলে ম্যাচ ২-২ হয়।
খেলার মূল লড়াইটা শুরু হয় পঞ্চম সেটে। ম্যাচের এক পর্যায়ে ৪-২ এগিয়ে গিয়েছিলেন নোভাক। তার পরে দারুণ ভাবে ফিরে আসেন ফেদেরার। শেষ পর্যন্ত ম্যাচের ৪ ঘন্টা ৪৮ মিনিটে ফাইনাল সেট ১২-১২ হওয়ার পরে টাইব্রেকারে পঞ্চম বারের মতো শিরোপা তুলে নেন জোকোভিচ।
উইম্বলডনের চূড়ান্ত পর্বে তৃতীয়বারের মতো ফেদেরারকে পরাজিত করেন এই সার্বীয় তারকা। কিন্তু তারপরেও এখনো ২০টি শিরোপা নিয়ে গ্র্যান্ড স্ল্যামের তালিকায় শীর্ষে রয়েছেন ফেদেরার এবং ১৬ টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সার্বীয় তারকা জোকোভিচ ।