একে একে নক্ষত্র পতন হচ্ছে ইউএস ওপেনে। তিন ফেভারিটের মাঝে সবার আগে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। টিকে ছিলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। শেষ আটে এসে এবার বিদায় নিলেন ৩৮ বছর বয়সী ফেদেরার। রোমাঞ্চের জন্ম দিয়ে তাকে হারিয়ে দিয়েছেন ‘বেবি ফেদেরার’ খ্যাত গ্রিগর দিমিত্রভ।
12-15 on the year coming into NYC…
Ranked 78th, @GrigorDimitrov is now into his first #USOpen SF. 👏
He gets his first win in eight tries over Roger Federer after advancing in five.
Either Dimitrov or Daniil Medvedev will play for their first Slam. 🏆https://t.co/iNc9i8XcxU
— TENNIS (@Tennis) September 4, 2019
বুলগেরিয়ার দিমিত্রভের বিপক্ষে আগের সাতবারের দেখায় প্রতিটিতেই জিতেছিলেন ফেদেরার। মঙ্গলবারের শেষ আটের ম্যাচেও দুবার এগিয়ে গিয়েছিলেন সুইস তারকা; কিন্তু শেষটা হলো বড় হতাশায়। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-২ গেমে জিতে শেষ চারের টিকেট নিশ্চিত করেন দিমিত্রভ।
ম্যাচের শেষ দিকে কিছুটা পিঠের সমস্যায় ভুগছিলেন ৩৮ বছর বয়সী ফেদেরার। প্রাথমিক চিকিৎসাও নিতে হয়। তবে সেটাকে কোনো অজুহাত হিসেবে দেখাতে চান না তিনি।
No. 3 Roger Federer has been stunned by Grigor Dimitrov, with the unseeded Bulgarian advancing to the semifinals. #USOpen https://t.co/hFUaLAYQbi
— CNN (@CNN) September 4, 2019
এর আগে চোটের কাছে হার মেনে শেষ ষোলোর ম্যাচ চলাকালীন সরে দাঁড়ান সেরা বাছাই নোভাক জোকোভিচ। এবার ছিটকে গেলেন ফেদেরার। সময়ের সেরা তিন তারকার মধ্যে টিকে আছেন শুধু ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল।
প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড বুধবার কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো জুবার্তসমানের মুখোমুখি হবেন।