ইউএস ওপেনে ফেভারিট হয়ে খেলতে নেমেছিলেন সেরেনা উইলিয়ামস। ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় ছিলেন। প্রত্যাশা মিটিয়ে ফাইনালে জায়গা করে নিলেও অবিশ্বাস্যভাবে হেরে গেছেন বিয়ানকা আন্দ্রিসকিউর কাছে।
The moment has arrived!
Bianca Andreescu wins the first Grand Slam title of her career, defeating Serena Williams 6-3, 7-5.#USOpen | #WomenWorthWatching pic.twitter.com/slAVtj5QWz
— US Open Tennis (@usopen) September 7, 2019
সেরেনাকে ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে আজ ইউএস ওপেনের নতুন রানি হয়েছেন বিয়াঙ্কা আন্দ্রিস্কু। সেরেনাকে হারালেন সেরেনার নিজের উঠোনেই। ১৯ বছর বয়সী আন্দ্রিস্কুর এটা প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। পুরুষ ও নারী মিলিয়ে ইতিহাসের প্রথম কানাডিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এই তারকা।
এর আগে পুরুষ এককে ২০১৬ সালে মিলোস রাওনিচ ও নারী এককে ২০১৪ সালে ইউজিন বুচার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি।
প্রথমবারের মতো মূল ড্রতে জায়গা পেয়েছিলেন কানাডিয়ান ১৫তম বাছাই। তাতেই বাজিমাত করলেন বিয়ানকা। প্রথম কানাডিয়ান হিসেবে ইতিহাস গড়ে জিতলেন গ্র্যান্ড স্লাম।
স্বাভাবিকভাবে এমন একটি জয়ের পর আবেগাপ্লুত ছিলেন তিনি, ‘এ বছরটা আমার স্বপ্নের মতো কেটেছে। সত্যি করে বলতে আমি কৃতজ্ঞ। এই মুহূর্তটা দেখতে অনেক পরিশ্রম করেছি। সেরেনার মতো কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটা অসাধারণ কিছু।’