শ্বাসরুদ্ধকর ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে পঞ্চম বাছাই রাশিয়ার মেদভেদেভেকে হারিয়ে শিরোপা জিতে নিলেন রাফায়েল নাদাল। দ্বিতীয় বাছাই স্পেনের এই টেনিস তারকা ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন ।
Rafa reigns supreme in the Big 🍎
The 🇪🇸 gets past Medvedev in 4 hours and 51 minutes to win his second Grand Slam title of 2019.@RafaelNadal | #USOpen pic.twitter.com/lSx14Cn5Ik
— US Open Tennis (@usopen) September 9, 2019
চার ঘণ্টা ৫০ মিনিটের এক রোমাঞ্চকর লড়াইয়ে আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাশিয়ার ড্যানিল মেদভেদেভেকে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ সেটে পরাজিত করে চতুর্থ ইউএস ওপেন জয় করলেন নাদাল। ইউএস ওপেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ফাইনালের চেয়ে মাত্র চার মিনিট সময় কম লাগলো এবারের শিরোপা লড়াইয়ে।
প্রথম দুই সেট ৭-৫ ও ৬-৩ গেমে জিতে বেশ এগিয়ে যান নাদাল। এরপর ২৩ বছর বয়সী প্রথম গ্র্যান্ড স্লাম জিততে মরিয়া মেদভেদভ দুই সেট ৫-৭ ও ৪-৬ গেমে জিতে নেন । তবে শেষ সেটে নাদালের অভিজ্ঞতার কাছে হার মানে তরুণ এই রাশিয়ান টেনিস তারকা ।
৩৩ বছর বয়সী স্প্যানিশ বামহাতি এই টেনিস তারকা ২০১০, ২০১৩ ও ২০১৭ সালে ইউএস শিরোপা যেতেন ।