মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে কাতারের রাজধানী দোহায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উন্মোচিত হল ২০২২ সালের কাতার বিশ্বকাপের লোগো। এই দিনে ১৯৭১ সালে ৩ সেপ্টেম্বর স্বাধীনতা লাভ করে কাতার।
The Official Emblem of the FIFA #WorldCup Qatar 2022 embodies the vision of an event that connects and engages the entire world, while also featuring striking elements of local and regional Arab culture and allusions to the beautiful game. pic.twitter.com/Z9k2UlaISm
— FIFA World Cup (@FIFAWorldCup) September 3, 2019
উন্মোচনের সঙ্গে সঙ্গে রাজধানী দোহাসহ দেশটির বড় বড় স্থাপনাগুলোতে আলো প্রক্ষেপণের মাধ্যমে প্রদর্শিত হয় লোগটি। শুধু তাই নয়, বিশ্বের ২৪টি দেশের বড় বড় শহরের বিখ্যাত স্থাপনাগুলোতেও দেখা যায় এই আলোর ঝলকানি।
লোগোটির নকশায় পুরো বিশ্বকে সংযুক্ত করা হয়েছে, পাশাপাশি স্থানীয় এবং আঞ্চলিক আরব সংস্কৃতির আকর্ষণীয় উপাদানগুলি সুন্দরভাবে সংযুক্ত করা হয়েছে ।
এর মধ্যে রয়েছে কুয়েত, লেবানন, তিউনিশিয়া, ইরাক, মিশর, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন, জার্মানি, ভারত, তুরস্ক ইত্যাদি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
কাতার বিশ্বকাপের লোগোতে সংযুক্ত হয়েছে ‘অখণ্ড লুপ’ যা আট সংখ্যাকে নির্দেশ করে টুর্নামেন্টের জন্য নির্ধারিত ৮টি স্টেডিয়ামকে বোঝানো হয়েছে। আবার লোগোটির নকশায় যে বাঁক দেখা যায় তা দিয়ে মরু পাহাড়ের বালির ঢেউকে বোঝানো হচ্ছে।
এছাড়াও ফিফা বিশ্বকাপের লোগোটির মূল ধারণাটি এসেছে আরবের ঐতিহ্যবাহী ‘উলের শাল’ থেকে। শীতকালে এই শাল দুনিয়াজুড়েই পরিধান করা হয়, বিশেষ করে আরবে এর জনপ্রিয়তা অনেক বেশি। আর এবারই প্রথম ২০২০ সালের বিশ্বকাপের আসর বসবে শীতকালে।
অনুষ্ঠানে ফিফার ঊর্ধ্বতন কর্তারা ও কাতার সরকারের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।