৩০শে জানুয়ারী কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে বেসরকারি মালিকাধীন ‘কর্ণফুলী এক্সপ্রেস’ (Karanafuly Express) জাহাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
আরো পড়ুন:
- করোনা ভাইরাস: WHO বিশেষজ্ঞের মতে মাস্ক ব্যবহারের নিয়ম
- IRCTC Online Ticketing System: ভারতে অনলাইন ট্রেন টিকেট বুকিং
- সহজেই ঘুরে আসুন থাইল্যান্ড
- ঢাকা টু কলকাতা, কিভাবে যাবেন বাস, ট্রেন, বিমান
কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটের দীর্ঘ ৯৫ কিলোমিটার সমুদ্রপথে জাহাজটিতে যাত্রীদের নিরাপত্তায় সবধরণের ব্যবস্থাসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে ।
সেন্টমার্টিনের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে এক রাত অবশ্যই থাকা উচিত । থাকার জন্য অনেক ভালো হোটেল ও রিসোর্ট রয়েছে ।
কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিওটিএ ঘাট থেকে নিয়মিত ছেড়ে যাবে জাহাজটি।
ভাড়ার তালিকা (আপ ডাউন):
ইকোনমি ক্লাস চেয়ার: ২০০০/-
বিজবেস ক্লাস চেয়ার: ২৫০০/-
ইকোনমি (২য় শ্রেনী কেবিন) : ১২০০০/-
ভি আই পি কেবিন: ১৫০০০/-
(প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত জন প্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)
সময় সুচী:
কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়বে সকাল: ৭.০০ মিনিটে।
সেন্টমারটিন থেকে ছাড়বে। বিকাল: ৩.০০ মিনিটে।
প্রতিটি কেবিনে অতিরিক্ত যাত্রীদের জন্য ইকোনিমিক আসনের চেয়ারের (দ্বিতীয় শ্রেণীর) ভাড়ার টিকেট সংগ্রহ করতে হবে।