অনন্য সৌন্দর্যে ভরা ভারতের পর্যটন রাজ্য সিকিম। বরফ ও পর্বত দেখতে জায়গাটিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ছুটে যান প্রতিবছর। করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ, ভূটানসহ বিদেশি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।

শনিবার (৫ মার্চ) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশসহ অন্যান্য দেশের পর্যটকদের জন্য এ নির্দেশনা জারি থাকবে।

শীতল সিকিমে ঘোরার আনন্দ নিতে প্রচুর বিদেশি পর্যটকের আগমন ঘটে সিকিমে। এতে রাজ্যটির পর্যটন শিল্প যেমন চাঙ্গা, তেমনই করোনাভাইরাসের ভয়াল আতঙ্ক রয়েছে। ভয়াল এ ভাইরাস সংক্রমণ রুখতে সিকিমের নজর পড়েছে নিকটবর্তী প্রতিবেশী ভুটানের অবস্থানেও।

সিকিমের পর্যটন দফতর জানাচ্ছে, সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গ ও নেপালের প্রতিটি চেকপোস্টে পরীক্ষা চলছে। ভারতীয়দেরও করা হচ্ছে পরীক্ষা।

রাজ্যের পর্যটন দফতরের পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে বাংলাদেশ থেকে আসা পর্যটকের সংখ্যা ছিল ৭১ হাজারের বেশি। এর আগে সিকিম ছিল বাংলাদেশিদের কাছে নিষিদ্ধ রাজ্য। ভারতের অন্যত্র যাওয়া গেলেও সিকিমের দ্বার ছিল বন্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here