Budget

আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থবিল-২০২০ পাস করা হয়েছে। এতে আনা হয়নি বড় ধরনের কোনো পরিবর্তন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন।

পরবর্তীতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থবিল ২০২০ জাতীয় সংসদে পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।

গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। বিলে সরকারের আর্থিক প্রস্তাবাবলী, কর কাঠামোসহ এ সংক্রান্ত বিধান কার্যকর করার সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

এর আগে সকলে স্পিকারের সভাপতিত্বে সংসদের মুলতবী অধিবেশন শুরু হলে সরকারি এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা বাজেটের ওপর আলোচনা করেন। পরবর্তীতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাজেট বাস্তবায়নে অতীতে ব্যর্থ হইনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও ব্যর্থ হবো না। আমরা কখনও হতাশায় ভুগি না। আমরা সবসময়ই নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই।’

পরবর্তীতে বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, ‘এবারের বাজেট মানুষের জন্য, তাই সব জেনেশুনেই আমরা কঠিনকে ভালোবেসেছি। আমরা বিশ্বাস করি এবারের বাজেট বাস্তবায়নে সক্ষম হব।’

অর্থ বিলের বিভিন্ন অংশের ওপর সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ ও আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মশিউর রহমান রাঙ্গাঁ, মজিবুল হক শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদের সংশোধনী প্রস্তাবসহ কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

মঙ্গলবার (৩০ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হবে। এবং ১ জুলাই বুধবার থেকে নতুন বাজেট কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here