Viral Video: ভক্তের মোবাইল কেড়ে নিলেন সালমান খান

0
155

ঘটনাটি ঘটে  গোয়ার বিমানবন্দরে । বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের অনুমতি ছাড়াই তাঁর  সাথে সেলফি তোলার চেষ্টা করেছিলেন এমন এক ভক্তের ফোন ছিনিয়ে নিতে দেখা গেছে। ঘটনার ভিডিওটি এখন ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে সালমান বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় এক ভক্তকে অভিনেতার সাথে সেলফি তোলার চেষ্টা করতে দেখা যায়। ঠিক তখনই ক্ষুব্ধ সালমান তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে চলে গেলেন।  তার নতুন ছবি রাধে-র #Radhe শুটিংয়ে গিয়ে ভারতের গোয়ায় এক অঘটন ঘটান তিনি।

লোকটিকে পরে বিমান সংস্থার কর্মরত গ্রাউন্ড স্টাফ হিসাবে চিহ্নিত করা হয় । ভাইজানের অনুমতি না নিয়ে কেন তার ছবি তোলা হচ্ছে, সেই ক্ষোভে ভক্তের হাত থেকে মুঠোফোন ছিনিয়ে নেন সালমান খান।

তবে এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি । তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা সালমানের এই ব্যবহারে হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।