টিকটক ভিডিও করে জনপ্রিয় হওয়ার জন্য মানুষ এখন মৃত্যুর কথাও ভুলে গেছে। নেশা মানুষকে কী ভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, সেটা আরও একবার প্রমাণিত হল।
चलती ट्रेन में स्टंट दिखाना बहादुरी नही, मूर्खता की निशानी है। आपका जीवन अमूल्य है, इसे खतरे में ना डालें।
नियमों का पालन करें, और सुरक्षित यात्रा का आनंद लें। pic.twitter.com/tauidfOqRj
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) February 18, 2020
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চলমান ট্রেন থেকে নেমে ট্রেনের হাতল ধরে দৌড়ানোর চেষ্টা করছে এক যুবক। কিন্তু গতি মেলাতে না পেরে ট্রেন থেকে নিচে পড়ে যায় সে। পড়ার পরই ট্রেনের নিচে পড়ে যায়।
ভিডিওটি দেখে মনে হবে মাথা ট্রেনের চাকার তলায় চলে গিয়েছে। তবে পরের মুহূর্তে দেখা যায় ট্রেনের নিচ থেকে মাথা বের করে উঠে বসে। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ওই যুবক।
ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল জনসচেতনতা বাড়াতে ভিডিওটি তিনি নিজের ভেরিফায়েড টুইটারে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, স্টান্ট দেখানো বাহাদুরি কাজ নয়। এটা মুর্খতার পরিচয়। নিজেকে বিপদে ফেলবেন না। দয়া করে নিয়ম মেনে চলুন।