সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিনের দাম ১৭৮ টাকা এবং ৫ লিটারের দাম ৮৮০ টাকা করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার (২৩ আগস্ট) সয়াবিনের দাম লিটারে ৭ টাকা বেড়ে হয়েছিল ১৯২ টাকা।