এজবাস্টন ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রিত বুমরাহ ৩৫ রান করে রেকর্ড করেন। এর মধ্যে ব্যাট থেকে এসেছে ২৯ রান ।
35 runs off the Stuart Broad over. And of all people, it's Jasprit Bumrah who was the batsman 🤯😵💫
Ball 1: FOUR
Ball 2: Five wides
Ball 2: no ball + SIX
Ball 2: FOUR
Ball 3: FOUR
Ball 4: FOUR
Ball 5: SIX
Ball 6: 1 runTHE MOST EXPENSIVE OVER IN TEST CRICKET, EVER! #ENGvIND pic.twitter.com/4Ix5btsdg7
— Cricbuzz (@cricbuzz) July 2, 2022
টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল ওভার। এর পাশাপাশি বুমরাহ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার টেস্টে এক ওভারে ২৮ রান করার রেকর্ডও ভেঙে দিয়েছেন।
ভারতীয় ইনিংসের ৮৪তম ওভারে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড বল করতে আসেন এবং এই ওভারে ভারত ৩৫ রান সংগ্রহ করে। যার মধ্যে বুমরাহের ব্যাট থেকে ২৯ রান আসে এবং বাকি ৬টি অতিরিক্ত রান।
২০০৩-৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে রবিন পিটারসনের ওভারে ২৮ রান করেছিলেন লারা। এছাড়া ২০১৩ সালে বেইলি অ্যান্ডারসনের ওভারে ২৮ রান সংগ্রহ করেন এবং কেশব মহারাজ ২০২০ সালে জো রুটের ওভারে ২৮ রান সংগ্রহ করেন।
রেকর্ড ভাঙার পর লারা টুইট করে বুমরাহকে অভিনন্দন জানিয়ে বলেন, “টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়া তরুণ জসপ্রিত বুমরাহকে শুভেচ্ছা জানানোর জন্য আমার সংগে যোগ দিন! ওয়েল ডান…।”
Join me in congratulating the young @Jaspritbumrah93 on breaking the record of Most Runs in a Single Over in Tests. Well done!🏆#icctestchampionship #testcricket #recordbreaker pic.twitter.com/bVMrpd6p1V
— Brian Lara (@BrianLara) July 2, 2022
দেখে নেয়া যাক যেভাবে ব্রডের এক ওভারে বুমরাহ ৩৫ রান করেছিল – Jasprit Bumrah strikes 35 runs in single over:
৮৩.১: প্রথম বলেই চার মারেন বুমরাহ।
৮৩.২: দ্বিতীয় বল- ওয়াইড এবং উইকেটকিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারি হয় এপাশ রান ।
৮৩.২: এই ওভারে ৭ রান । বুমরাহ একটি ছক্কা মারেন। এছাড়া ক্রিজের বাইরে পা ছিল ব্রডের। ফলে নো বল হয়।
৮৩.২: ফ্রি হিটে ফুলটস বল দেন ব্রড। মিড অনে চার মারেন বুমরাহ।
৮৩.৩: এবারও চার। ফাইন লেগ দিয়ে ছাড়া মারেন বুমরাহ এন্ড ভারতের ৪০০ রান পূর্ণ হয় ।
৮৩.৪: ডিপ স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি মেরে আবারো চার মারেন ভারতের এই টেস্ট অধিনায়ক।
৮৩.৫: এই ওভারে ছক্কা মেরে রেকর্ড করেন বুমরাহ ।
৮৩.৬: এই ওভারে এক রান হয় ।
এইভাবে বুমরাহ ২৯ রান করে ব্রায়ান লারা, জর্জ বেইলি ও কেশব মহারাজের যুগ্ম রেকর্ড ভাঙেন। ওয়াইড ও নো বল মিলে ব্রড ওভারে যথাক্রমে ৪, ৫, ৭, ৪, ৪, ৪, ৬ ও ১ রান দেন।