দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের জন্য সরকারিভাবে অনুদান দেয়া হয়ে থাকে। এবার চলচ্চিত্র নির্মাণে ২০১৯-২০ অর্থবছরে অনুদান দিয়েছে সরকার।

গত ২৫ জুন তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র ক্যাটাগরিতে এ অনুদান দেওয়া হবে।

মোট ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান পেয়েছে। এই তালিকায় রয়েছেন—প্রদীপ ঘোষ, মুশফিকুর রহমান গুলজার, গিয়াসউদ্দিন সেলিম, সন্তোষ কুমার বিশ্বাস, ইস্পাহানি আরিফ জাহান, ফজলুল কবীল তুহিন, পংকজ পালিত, আউয়াল রেজা, রওশন আরা রোজিনা, বদরুল আনাম সৌদ, এস এ হক অলিক, মোস্তাফিজুর রহমান মানিক, ঈফতেখার শুভ, মনজরুল ইসলাম।

এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের জন্য অনুদান পাচ্ছে মোট ৯টি। অনুদান পাচ্ছেন প্রবীল কুমার সরকার, শরীফ মাহমুদ, এবিএন নাজমুল হুদা, সাজেদুল ইসলাম, দেবাশিষ দাশ, ফাখরুল আরেফীন খান, সোহেল আহমদ সিদ্দিকী, মিজ মিতালি রায়, মিজ চৈতালি সমাদ্দার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here