bangladesh-miss-world-2019

এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ হলেন রাফা নানজিবা তোরসা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ ফাতিহা খালুদ মায়ামি ও দ্বিতীয় রানারআপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা। বিজয়ীকে মুকুট পরিয়ে দেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা উপস্থাপনায় শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন অমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, আয়োজনের ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ।

এছাড়াও ছিলেন মিস সিংগাপুর ২০১৮ ভেনেসা পন্সে দে লিওন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ জান্নাতুল ফেরদৌস ঐশী, গোলাম সামদানী, করভী রাখসান্দ ধ্রুব প্রমুখ।

গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচনের এই আয়োজনটি। অমিকন এন্টারটেইনমেন্টে সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।

আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যে অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ডের মঞ্চে অংশ নেবেন তোরসা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here