তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত প্রথম ছবি ‌‘কাঠবিড়ালী’।এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। ছবিটি গত মাসের ১৭ জানুয়ারি মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। ছবিটি সমালোচক মহলে বেশ সমাদৃত হয়।

এবার, ভাষার মাসে ‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২৬’ উৎসবে দেখানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে আজ রবিবার( ৯ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মোট ৫ দিনব্যাপী প্রদর্শনী হবে চলচ্চিত্রটি।এই প্রদর্শনীর আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

তারা জানায়, বাংলার সমসাময়িক ও ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এতে দেখানো হবে।

সংসদের প্রচার সম্পাদক সুচিস্মিতা তিথি জানান, বাংলা ভাষার ধ্রুপদি ও অনবদ্য কিছু ছবি ও স্বল্পদৈর্ঘ্য এতে দেখানো হবে। এতে একেবারে নতুন চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’ও থাকছে। এটি আমাদের আয়োজনের শেষ প্রদর্শনী। এছাড়া পাঁচ দিনের প্রথম প্রদর্শনীটি ধ্রুপদি চলচ্চিত্র দিয়ে সাজানো। আর এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবেন। এছাড়া প্রদর্শনীর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

তিনি আরও জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মাননীয় মোডারেটর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, লাইলুন নাহার শেমী, সভাপতি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশসহ প্রমুখ চলচ্চিত্র ব্যক্তিত্ব।

উদ্বোধনী দিন পাঁচটি ও বাকি দিগুলোতে চারটি করে প্রদর্শনী থাকছে। প্রতি দিন প্রথম প্রদর্শনী বেলা ১০টায় ও শেষটি সাড়ে ৬টায় হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here