Photo credit: Twitter

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ১০ নম্বর জার্সিকে তুলে দেয়া হলো তরুণ ফরোয়ার্ড আনসু ফাতির হাতে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান দলটি।

 

বার্সেলোনায় অভিষেকের সময় ফাতি ৩১ নম্বর জার্সি পরে খেলেছিলেন। এরপর গত মৌসুমে খেলেছেন ২২ নম্বর জার্সি পরে। প্রথমেই ১০ নম্বর জার্সি নেওয়ার জন্য সের্জিও আগুয়েরো ও পরে ফিলিপ কৌতিনহোওকে অনুরোধ করে হয়েছিল। কিন্তু তারা এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

বার্সেলোনা ক্লাবে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন লিওনেল মেসি। এই জার্সি নম্বরকে বলা হতো ‘এলএমটেন’। কিন্তু মেসি পিএসজিতে চলে যাওয়ার পর এই জার্সি নম্বরকে কাকে দেওয়া হবে তা নিয়ে অনেক আলোচনা শুরু হয়।

পিএসজিতে মেসির জার্সি নম্বর ৩০। যদিও বন্ধু নেইমার নিজের ১০ নম্বর জার্সিটা মেসিকে দিতে চেয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here