Photo credit: Twitter

গতবারের ফাইনালই যেন এবার সেমিফাইনাল বলে মনে করছেন অনেক ফুটবল দর্শক। কারণ গেলবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিলো এই দুই ফুটবল পরাশক্তি। শিরোপা ধরে রাখার অভিযানে ফাইনালের পথে শেষ চারের প্রথম সেমিতে লড়বেন তারা।

শুরুর একাদশ নিয়ে ব্রাজিল কোচকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে গোলরক্ষক কে হবে- তা নিয়ে। ব্রাজিলের গোলবারের নিচে দাঁড়াতে মুখিয়ে আছেন সময়ের অন্যতম সেরা দুই গোলরক্ষক অ্যালিসন ও এডারসন।

তার আগে ব্রাজিল ও পেরু এই দুই দলের সেরা একাদশে কারা থাকবেন তা নিয়েই জল্পনা কল্পনার শেষ নেই।

এদিকে পেরুর সম্ভব্য একাদশ থাকতে যাচ্ছেন গ্যালিজ; করজো, রামোস, সান্টামারিয়া এছাড়া আরো সম্ভাব্য একাদশে থাকতে যাচ্ছেন ট্র্যাচো; ওরমেনো, পেনা, তাপিয়া, ইয়টুন, কুয়েভা; ল্যাপডুলা।

আর ব্রাজিলের মতো কার্ডজনিত সমস্যা আছে পেরু দলেও। এদিকে ব্রাজিলের সম্ভব্য একাদশ হচ্ছে অ্যালিসন; দানিলো, মার্কুইনোস, থিয়াগো সিলভা, এছাড়া ব্রাজিলের দলে আরো থাকবেন লোদি; ক্যাসিমেরো, ফ্রেড; পাউকেতা, ফিরমিনো, রিচার্লিসন; নেইমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here