Photo Credit: Twitter

অবশেষে ঘুচল অপেক্ষার পালা। আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা ফুরাল। মেসির সাফল্যের পালকে যুক্ত হলো নতুন এক পালক। আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। গোলমেশিন। প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক। যার ঝুলিতে সাফল্যের কোনো কমতি নেই।

৫ ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। আর তাই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল উঠেছে মেসির হাতে।

কোপা আমেরিকার চলতি আসরে শিরোপাজয়ী মেসি পেয়েছেন টুর্নামেন্ট সেরা পুরস্কার। গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতেই খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

গোলদাতার তালিকাতেও আছেন সবার শীর্ষে। তার গোল সংখ্যা ৪টি। এ ছাড়া অ্যাসিস্টেও শীর্ষে অবস্থান তার। সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট করে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি।

আসরে মেসিই সর্বোচ্চ ড্রিবল করা এবং সবচেয়ে বেশি সফল পাস দেওয়া খেলোয়াড় তিনি। সুযোগ তৈরির হিসেবেও সবাইকে ছাড়িয়ে ৩৪ বছর বয়সী এই তারকা। ফাইনালের গোলদাতা ডি মারিয়া হয়েছেন ম্যাচসেরা।

তবে ফাইনালের আগে কনমেবলের ওয়েবসাইটে শনিবার (১০ জুলাই) দেওয়া বিবৃতিতে সেরা হিসেবে দুজনকে বেছে নেওয়া হয়েছিল। মেসির পাশাপাশি ছিল ব্রাজিলের নেইমার। তবে তার ব্যাখ্যা হিসেবে বলা হয়, ‘কোনো একজনকে বেছে নেওয়া সম্ভব নয়, কারণ প্রতিযোগিতাটিতে দুজন সেরা খেলোয়াড় আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here